Pages

Norms For Consultation

 Norms For Consultation ::

আপনার সমস্যা যদি আপনি জানাতে চান ::

আপনার নাম ::

আপনার বয়স ::

আপনার বাড়ি ::

আপনার সমস্যা বিস্তারিত লিখুন ::

আপনার সমস্যা যদি লিখিত উত্তর দেয়া সম্ভব হয় অবশ্যই আপনাকে দেয়া হবে।। অনেক ক্ষেত্রে সমস্যা বড় থাকলে লিখিতভাবে উত্তর দেয়া সম্ভব হয়ে ওঠেনা।

আপনি কি ভাবে আমাকে ONLINE দেখাবেন / পরামর্শ করবেন। এবং আপনি আমাকে সরকারি হসপিটালে কিভাবে দেখাবেন সে সম্পর্কে নিচে লেখা আছে। সম্পূর্ণ লেখা পড়ে আমার সাথে যোগাযোগ করবেন।

Online Appointment

কনসালটেশন এর আগে আপনাকে নাম বুকিং করতে হবে।

প্রথমবার দেখানোর জন্য আপনাকে Consultation fees বাবদ 450 টাকা অগ্রিম প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে।

Consultation fees বাবদ 450 টাকা আপনি প্রদান করার পরেই অ্যাপয়নমেন্ট এর সময় পাবেন।

দ্বিতীয় বার থেকে ( Total Consultation Fees - 300 ) ৩০০ টাকা দেখার পর দিলেও চলবে।


✓ সকল কথোপকথন ভিডিও কলের মাধ্যমে হবে। (Whatsapp)


অ্যাপয়নমেন্ট এর সময় :: সপ্তাহে তিন দিন।

বিকাল 6:15 PM to 7.00PM

সন্ধ্যা 7:15 PM to 8.00PM

রাত 8:15 PM to 9.00PM

রাত 9:15 PM to 10.00PM


** কেবল মাত্র চারটি অ্যাপোয়েন্টমেন্ট ই-বুক করা সম্ভব। ৪ টির বেশি অ্যাপয়নমেন্ট বুক করার জন্য অনুরোধ করবেন না।

** আপনার নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের সময়ের ১০ মিনিট আগে থেকেই আপনাকে তৈরি থাকতে হবে।

** প্রতি পেশেন্টের জন্যে ৪৫ মিনিট সময় বরাদ্দ।

** কথোপকথনের সময় অবশ্যই হেডফোন ব্যবহার করা বাঞ্ছনীয় তা না হলে ভাল করে কথা বুঝতে এবং শুনতে পারা যাবে না।

Online Payment

Account Name : Paban Das

Union Bank

A/C 678002010000524

IFSC Code : UBINO567809

Consultation Fees : = 450/-

Information and appointment number

+91 89021 63630 ( whatsapp + Call )

********************************
আপনি আমাকে কিভাবে সরকারি হসপিটালে দেখাবেন।
আপনি আমাকে পাবেন ভাটপাড়া পৌরসভার হসপিটালে। সোমবার বুধবার শনিবার তিন দিন সকাল  10:30 টা থেকে দুপুর 2:30, হাসপাতালের আউটডোরে।
FEES : 50/-
প্রত্যেক পেশেন্টের জন্য 30 - 40 মিনিট সময় ধার্য।
ঠিকানা :: ভাটপাড়া পৌরসভা : কাকিনাড়া : উত্তর 24 পরগনা : পশ্চিমবঙ্গ : ইন্ডিয়া
পায়ে হেঁটে কাকিনাড়া রেলওয়ে স্টেশন থেকে তিন মিনিট। ভাটপাড়া পৌরসভার মধ্যেই হসপিটাল।
অথবা নৈহাটি স্টেশন থেকে অটো অথবা টোটো তে ৫ থেকে ৭ মিনিটের পথ।
Map নিচের লিংকে ক্লিক করুন

https://maps.app.goo.gl/Gx4ebrT8fiUc27y77

********************************
প্রথমে আপনার নাম : বয়স : আপনার স্থান লিখে পাঠান।
দেখনো পূর্বে যে বিস্তারিত তথ্য গুলো প্রয়োজন ::
আপনার সমস্যা কি তার প্রাথমিক তথ্য : ( আপনার যতটুকু সম্ভব লিখুন )
✓নিচের বিষয় গুলো লিখে আমাকে পাঠাতে পারেন অথবা আপনার কাছে রেখে দিতে পারেন আমার সঙ্গে যখন কথা বলবেন তখন এই বিষয়গুলো আমার জানার প্রয়োজন

✓ আপনার ঘুম কেমন হয় :
✓সারাদিন মন কেমন থাকে :
✓আপনার কি কি দুশ্চিন্তা হয় :
✓আপনার কি ধরনের ভয় লাগে :
✓ভয় অথবা দুশ্চিন্তা হলে আপনার কি কি শারীরিক অসুবিধা হয় :
✓আপনার রাগ কেমন :
✓আপনার দুঃখ সম্পর্কে লিখুন :
✓আপনি কি ধরনের স্বপ্ন দেখেন :
✓মানুষের সাথে মিশতে কেমন লাগে :
✓একা থাকতে কি ভালো লাগে :
✓আপনার অন্য কোন শারিরীক সমস্যা আছে :
✓আপনার এই সমস্যার জন্য আপনি কি কখনো সাইক্রিয়াটিস্ট দেখিয়েছেন ?
✓আপনার এই সমস্যার জন্য কখনো কি কাউন্সিলিং হয়েছে ?


মানসিক সমস্যার ক্ষেত্রে সব থকে বড় বাধা হলো আমরা এখনো পর্যন্ত মানসিক সমস্যা কে সমস্যা বলেই ভাবি না। কিন্তু মানসিক সমস্যা আমাদের শরীরের রোগ। এই রোগ না দেখানোর ফলেই ক্রমাগত আরো জটিল হয়ে ওঠে।

মানসিক সমস্যার জন্য কাছাকাছি যেকোনো একজন সাইকোলজিস্ট অথবা সাইক্রিয়াটিস্ট এর সঙ্গে যোগাযোগ করুন।

মানসিক সমস্যা আপনি চিকিৎসা করবেন, না করবেন না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অধিকার আপনি সমস্যা নিয়ে সারা জীবন বাঁচতে পারেন অথবা সমস্যার চিকিৎসা করে সারা জীবন বাঁচতে পারেন।

মানসিক সমস্যা অথবা মানসিক রোগ আমাদের শরীরের একটি রোগ এবং এই সমস্যার অর্থাৎ এই রোগের চিকিৎসা করাটা উচিত।


গুরুতর সমস্যার জন্য অথবা অসুস্থতার জন্য আপনাকে আপনার নিকটবর্তী কোন হসপিটালে অবশ্যই দেখাতে হবে। যদি মানসিক সমস্যা থাকে তাহলে আপনাকে নিকটবর্তী যে কোন হসপিটালের সাইক্রিয়াটিস্ট বিভাগে দেখাতে হবে।

No comments:

Post a Comment