Pages

Tuesday, November 13, 2018

শিশু দিবসে আপনার উপহার । Positive Parenting । Children Day ।



শিশু দিবসে আপনি অবিভাবক হয়ে কি দিতে পারেন !






হ্যাঁ, একটি ভালো উপহার আছে।

উপহারটা কি ?

Positive Parenting

সেটা কি । 

সেটাই হলো একটি শিশুর মানসিক স্বাস্থ্য সাবলীল করার চাবিকঠি।

তার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে।

কি কি করতে হবে আপনার শিশুটির সুন্দর ভবিষ্যতের জন্য ?

@ একটু বই পড়ার অভ্যাস করুন। যাতে আপনার শিশু টা দেখে শেখে পড়তে গেলে কষ্ট হয় না।
@ আপনার শিশুটি কে অন্য শিশুর সঙ্গে তুলনা করা বন্ধ করে দিন।
@ তাকে positive কথা বলুন । সে পারবে না অথবা তার মধ্যে যোগ্যতা নেই এ কথাটা বলবেন না।
@ আপনার শিশুটি কে নিজে চিন্তা করার স্বাধীনতা দিন। কিন্তু মনে রাখবেন সেই স্বাধীনতা যেন তার কোন ক্ষতি না করে। তাকে মনে করিয়ে দেবেন তুমি স্বাধীন কিন্তু তোমার একটা গুন্ডি আছে।
@ নিজে ভোরবেলা উঠুন , শরীর চর্চা করুন আপনার শিশুটি কেউ শরীর চর্চা করান।
@মোবাইলের ব্যবহার কমিয়ে দিন তার সামনে।
@সমালোচনা বন্ধ করে দিন , শিশুর সামনে।
@ সমস্ত জিনিসের সঙ্গে যুক্তি অবশ্যই দিন। কারণ মনে রাখবেন আমাদের মস্তিষ্ক action and emotion এই দুটি কে খুব ভালোবাসে , আর তার সাথে logic .
@ কখনোই বলবেন না আপনারা খুব কষ্ট করে পড়াশোনা করেছেন, বলবেন কষ্ট করে পড়াশোনা করেছি কিন্তু খুব আনন্দতে পড়েছি, অনেক কিছু জেনেছি তাই পড়তে কষ্ট হয় না বরং আনন্দই লাগে।
@ বাবা মার মধ্যে ঝগড়া কর একদম কমিয়ে দিন ।
@ স্বামী-স্ত্রীর মধ্যে ছোট করা, অর্থাৎ একে অপরকে ছোট করার মানসিকতা বন্ধ করতে হবে। Dominating attitude
@ কোন জিনিসের ডিমান্ড করলে ভেবেচিন্তে সময় নিয়ে কিনে দিন, তাকে বুঝতে দিন, অর্থ কষ্ট করে উপার্জন করতে হয়।
@ কোন জিনিস যদি ভেঙে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে কিনে দেবেন না। তা না হলে ভবিষ্যতে কোন জিনিসের প্রতি যত্ন করার মানসিকতা তারমধ্যে জন্মাবে না।
@ আপনি নিজে বাড়িতে টিভি দেখার পরিমাণ কমিয়ে দিন। অন্তত শিশুদের সামনে কোন সামাজিক সিরিয়াল  দেখবেন না।
@ আপনি নিজে একটা রুটিন মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার শিশুটি ও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রুটিন মানছে। যেটি আপনার শিশুকে শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করবে। সময়ের মূল্য শেখাবে।
@নিজের মা বাবার প্রতি যত্নশীল হন, তাহলে সেও ভবিষ্যতে আপনাদের প্রতি যত্নশীল হবে ।
আর বাকি গুলো আবার পারে আলোচনা করবো আজ এই টুকুই থাক।


Paban Das
Guidance and Psychological Counsellor
Psychologist
Consultant Psychologist
Family and Child counsellor
Bhatpara Hospital ESOPD (Bhatpara Municipality)

7980857451




No comments:

Post a Comment