Pages

Saturday, December 15, 2018

পথে কোন বিপদ হলে কেন সকলে এগিয়ে আসে না || কেবল মাত্র কিছু মানুষ এগিয়ে আসে। কেন ? || Life With Positive Thinking

পথে কোন বিপদ হলে কেন সকলে এগিয়ে আসে না, কেবল মাত্র কিছু মানুষ এগিয়ে আসে। কেন ?
Life With Positive Thinking






আমরা অনেক সময় পথ চলতে চলতে অনেককে দুর্ঘটনায় পড়তে দেখি। কখনো নিজেরাও শিকার হই। এমন আকস্মিক দুর্ঘটনায় বা বিপদে সাহায্যের জন্য সবাই এগিয়ে আসে না। তারা চারপাশে ভিড় জমিয়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষটিকে দেখে। এর মধ্য থেকে গুটিকয়েক মানুষই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
Life With Positive Thinking এই যে এত লোকজন থাকার পরও গুটিকয়েক মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এটাকে মনোবিজ্ঞান বলে ‘বাইস্ট্যান্ডার এফেক্ট’ (bystander effect)। এর মূলকথা হচ্ছে, ‘যত বেশি লোক কোনো একটা দুর্ঘটনা বা সমস্যার সময় উপস্থিত থাকবে, তাদের মধ্যে থেকে ততো কম মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।’ তার মানে উপস্থিত লোকের সংখ্যার সাথে সাহায্য পাওয়ার সম্ভাবনার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
Life With Positive Thinking

যদি লেখাটি মনেহয় কিছু শেখার মতো তথ্য আছে, অথবা ভালো লেগে থাকে, তাহলে Share করুন, আমার লেখা পড়তে হলে Page er ওপরে  ডান দিকে Follow button এ ক্লিক করুন যাতে পরের পোস্ট টি আপনার কাছে নিজে থেকে পৌঁছে যেতে পারে।
পাশের ছবিটি দেখুন।

আগের লেখার লিংক



Click Hear 


আমি
পবন দাস
মনোবিদ
নৈহাটি
8902163630




No comments:

Post a Comment