Pages

Wednesday, January 2, 2019

বল প্রয়োগ অথবা প্রচন্ড শাস্তির মাধ্যমে সন্তানকে কখনো সুশৃংখল করা যায় না। | The child can never be harmonious by using force or by severe punishment. | Life With Positive Thinking

বল প্রয়োগ অথবা প্রচন্ড শাস্তির মাধ্যমে সন্তানকে কখনো সুশৃংখল করা যায় না।
The child can never be harmonious by using force or by severe punishment




বল প্রয়োগ করে শৃংখলার মধ্যে সন্তানকে আনা যায় না। ভালোবাসার মাধ্যমে তাকে সুশৃংখল করুন।

যে অভিভাবকরা শিশুকে জোর করে কঠিন শৃংখলার মধ্যে রাখতে চান তারাই বিপদে পড়েন বেশি।






এতে যেমন অনেক শিশু বদমেজাজি হয়ে যায় তেমনি অনেক  নিঃস্পৃহও হয়ে ওঠে।

সর্বদা চুপচাপ থাকে । হাসতে খেলতে ভুলে যায়। পড়াশোনা ভালো করে, করে না।
তাই ভালোবাসার মাধ্যমে শৃঙ্খলা শেখান
করা মেজাজ দেখিয়ে কখনো সন্তানকে চরিত্রবান করা যায় না।


আপনার সন্তানকে সামান্য অপরাধের জন্য গুরুতর শাস্তি দেবেন না। যদি সে ঘর নোংরা করে তাকে দিয়ে ঘর পরিষ্কার করা কিন্তু মারধর করবেন না। খেতে বসে যদি জিনিসপত্র ছড়ায় বা নষ্ট করে , টেবিল যদি অপরিষ্কার করে , মেঝে যদি নোংরা করে তাকে দিয়ে পরিষ্কার করা কিন্তু  তার গায়ে হাত তুলবেন না।


শাস্তি দেয়ার সময় আপনি উত্তেজিত হবেন না,
আপনি শান্ত থাকুন এবং শাস্তি দিন। তবে মনে রাখবেন শাস্তি মানেই গায়ে হাত তোলা নয়।
তবে বারবার বলার সত্য যখন আপনার সন্তান ঘুম থেকে উঠতে চায় না এবং প্রচন্ড দেরি করে ঘুম থেকে উঠে সে ক্ষেত্রে একটা কড়া শাসনের দরকার।
আবার আপনার সন্তান কোন কিছু চুরি করে প্রথম দিনই তাকে কড়া শাসনের প্রয়োজন , তা না হলে দ্বিতীয় দিন এই কাজ করার সাহস পাবে।
সেক্ষেত্রে তার সাথে একবেলা কথা বলা ও এক বেলা খাওয়া বন্ধ করে দিতেই পারেন।
এক্ষেত্রে শিশুর কাউন্সিলিং করানোটা সবথেকে ভালো।
আবার যদি দেখেন প্রচন্ড মিথ্যা কথা বলছে তাহলে তাকে অযথাই মারধর করবেন না তার কাছে মিথ্যা কথার কারণটা বারবার জিজ্ঞেস করুন। এই মিথ্যে কথা তে তার কতটা ক্ষতি হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করুন। অবশ্যই সেখানে উদাহরণ ব্যবহার করবেন।

আরেকটি গুরুত্বপূর্ণ কথা , আপনার সন্তানকে স্বাধীনতা দিন, অযথাই গোয়েন্দার মতো নজরদারি করবেন না। কিন্তু তার সীমা টা যেন সে অতিক্রম না করে যায় সেই দিকে খেয়াল রাখবেন।








আপনি নিশ্চয় বুঝতে পারছেন লিখাটি কার্যকর তাই লেখা টি শেয়ার করুন যাতে অন্য কেউ পড়তে পারে। প্রয়োগ অথবা প্রচন্ড শাস্তির মাধ্যমে সন্তানকে কখনো সুশৃংখল করা যায় না।
Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking




লাইক করার থেকেও লেখাটি শেয়ার করুন যাতে অন্য কেউ উপকার পায়।
যদি লেখাটি মনেহয় কিছু শেখার মতো তথ্য আছে, অথবা ভালো লেগে থাকে, তাহলে Share করুন, আমার লেখা পড়তে হলে Page er ওপরে  ডান দিকে Follow button এ ক্লিক করুন যাতে পরের পোস্ট টি আপনার কাছে নিজে থেকে পৌঁছে যেতে পারে।


আগের লেখার লিংক



Click Hear 


আমি
পবন দাস
মনোবিদ
নৈহাটি
৭৯৮০৮৫৭৪৫১


No comments:

Post a Comment