Motivation এই শব্দটিকে নিয়ে অনেক কথা চারিদিকে শোনেন , তবে জানেন কি যদি এই শব্দটিকে কাছথেকে জানতে হয় তাহলে কেবল স্বামী বিবেকানন্দ কে জানুন আর কিছুই লাগবেনা।
Swami Vivekananda is a World Greatest Motivator |
এই শব্দটি হলো একটি অভ্যাস কেউ আপনাকে মোটিভেট ( Motivate ) করতে পারবেনা।
শুধু নিজের কাছে প্রশ্ন করুন কেন আপনি পারবেন না ,
তবে মনে রাখবেন আপনার পাড়া আর না পাড়ার মাঝে আছে আপনার চেষ্টা , দাঁতে দাঁত কামড়ে শুধু চেষ্টা করুণ,
এতে কি পাবেন
@1) কাজটিতে যদি সফল হন আপনি আনন্দ করবেন।
@2) আর যদি সফল না হন!
তাহলে ?
যেটা আপনি বিফলতা থেকে শিখবেন সেটা নিয়ে কাজে লাগাবেন।
অর্থাৎ
আপনার কোনো কিছুই হারানোর নেই । শুধু পাওয়ার আছে।
যদি মনে করেন কথা গুলো আমার , না এই কথা গুলো আমার নয় স্বয়ং স্বামী বিবেকানন্দের।
যদি মনে করেন কথা গুলো আমার , না এই কথা গুলো আমার নয় স্বয়ং স্বামী বিবেকানন্দের।
Motivational Speaker Paban Das Psychologist Naihati Bhatpara Halishar shamnagar hooghly | Insight Psychological Counseling Care Naihati |
মোটিভেশন ( Motivate ) করার ক্ষমতা আপনাকে করার নেই কেবল আপনি আপনাকে মোটিভেট ( Motivate ) করতে পারেন।
জীবনে আপনি অনেকের থেকে বিভিন্ন কথা শুনে মোটিভেট হয়েছেন কিন্তু সেগুলো কিছুদিন পর আবার ভুলে গেছেন আপনার স্নায়ুগুলো আবার শিথিল হয়ে গেছে।
কিন্তু একবার ভাবুন এমন অনেক কাজই আছে , এমন অনেক পরিস্থিতি আছে, এমন অনেক পদক্ষেপ আছে যেগুলোতে আপনি নিজেকে উত্তীর্ণ করেছেন। কারন আপনি তখন নিজেকে নিজেই মোটিভেট (Motivate) করেছেন।
Motivational Speaker Paban Das Psychologist Naihati Bhatpara Halishar shamnagar hooghly | Insight Psychological Counseling Care Naihati |
তাই মোটিভেট (Motivate) করার ক্ষমতা আপনাকে কারও নেই।
বাড়ির যে বোতলটি আপনি জল খান, খাওয়ার আগে কত বার দেখেন সেটি পরিষ্কার আছে কিনা।
কিন্তুু বাইরে কোন জলের বোতলে জল খাওয়ার আগে আপনি নিশ্চই একবার ভালো করে দেখেন।
কারন ?
কারণ টি খুবই সহজ বাড়ির জল খাওয়ার বোতলটির ওপর আপনার কনফিডেন্স (Confidant) আছে যেহেতু ওটা আপনার নিজের।
অর্থাৎ কনফিডেন্ট (Confidant) নামক বিষয়টি আপনার মধ্যে বর্তমান।
Motivate Yourself |
তাহলে আপনার নিজের ওপর কনফিডেন্স (Confidant) নেই এই কথাটি দায় করে বলবেন না।
মোটিভেশন (Motivation) তো অবশ্যই আপনার ১০০% আছে না হলে Facebook, WhatsApp কিভাবে ঘন্টার পর ঘন্টা ব্যাবহার করেন।
শুধু নেই ইচ্ছা টা।
Insight Psychological counseling care Naihati |
শুধু ইচ্ছা টা মনে জাগান।
এর জন্যে আপনি পড়তে পারেন স্বামী বিবেকানন্দের বই যেটাই হয়ে সবথেকে সঠিক নির্বাচন - https://belurmath.org/online-reading-room/
| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking
লাইক করার থেকেও লেখাটি শেয়ার করুন যাতে অন্য কেউ উপকার পায়।
যদি লেখাটি মনেহয় কিছু শেখার মতো তথ্য আছে, অথবা ভালো লেগে থাকে, তাহলে Share করুন, আমার লেখা পড়তে হলে Page er ওপরে ডান দিকে Follow button এ ক্লিক করুন যাতে পরের পোস্ট টি আপনার কাছে নিজে থেকে পৌঁছে যেতে পারে।
No comments:
Post a Comment