আমাদের সৃষ্টিকর্তা কি কি গুণ দিয়ে মাটিতে পাঠায়।
Click Here For English Version
"লেখাটা বেশ বড় তবে আমার মনে হয়, পড়ার পরে সাধারণ বিষয়গুলোকে দেখার দৃষ্টিভঙ্গি আপনার পাল্টে যাবে।"
"উদাহরণগুলো ভাল করে ধীরে ধীরে পড়বেন, তবেই পরের লাইনের অর্থ বুঝতে পারবেন ।"
আমরা হামেসাই এই কথাটা বলি -- আজকে আমার দিনটা সব থেকে ভালো কাটলো। অর্থাৎ আজকের দিনে নিশ্চয়ই আপনি এমন কিছু Achieve করেছেন, যেটা আপনি Expect করতেন না। অথবা যেটা আপনি Expect করছিলেন সেটা আপনি পেয়েছেন।
কিন্তু আপনি কখনও ভেবেছেন, এই ঘটনা আমাদের খুব একটা আনন্দ দেয় না।
উদাহরণ ১ :
আমাদের সঙ্গে যেমন হয়, আমরা প্রথম জীবনে যখন একটা ভাল কাজ পাই, ঠিক পরের মুহূর্তেই এক সপ্তাহ বাদে আমাদের আনন্দটা ঠিক সেরকম থাকে না।
আমরা আবার একটা Achievement এর দিকে এগিয়ে যাই, অর্থাৎ আমাদের অভিলাষগুলো পূর্ণ হয় না।
অর্থাৎ নতুন চিন্তা আসে আমাদের মাথায় এবং আমরা সেটা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাই।
✓প্রথম গুণ # নতুন কিছু চিন্তা করা এবং সেটিকে বাস্তবে পরিবর্তন করার চেষ্টা করা। এই গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকে আছে।
ভালো করে ভেবে দেখুন, আমরা জীবনে অনেকেই অনেকবার ফেলিওর হয়েছি, তার জন্য মন খারাপ লাগে । কিন্তু আবার একটা নতুন আশা তৈরি হয় , আবার আমরা লেগে পড়ি একটা নতুন কিছু করার জন্য।
উদাহরণ ২ :
ভেবে দেখুন, ছোটবেলায় যখন আপনাকে কোনো বন্ধু খেলায় নিত না, আপনি ঠিক নতুন বন্ধু খুঁজে নিয়ে আবার খেলতে শুরু করতেন।
✓দ্বিতীয় গুণ # তার মানে হলো, ফেলিওর হয়েও সাকসেস পাওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জন্মগত আছে।
✓তৃতীয় গুণ # নতুন কোনো চ্যালেঞ্জকে নেওয়ার গুণটাও আপনার আছে।
✓চতুর্থ গুণ # কিভাবে অন্যের সঙ্গে মিশে যেতে হয়, সেই গুণটাও আপনার মধ্যে আছে। Adjustment একেই বলে।
উদাহরণ-৩ :
যাদের বাড়ি নেই, তাদের সব থেকে বড় ইচ্ছা থাকে আমার নিজের একটা বাড়ি বানাবো এবং তারা বানায় ।
অর্থাৎ emotion and action যেখানে থাকবে, সেই কাজটা ঠিক করে ফেলবে ।
এই গুণগুলো নতুন কিছু নয়, আমাদের জন্মাবার পর থেকেই সেগুলো থাকে। যে Engineer আমাদের বানিয়েছেন, তিনি নিপুণভাবে আমাদের বানিয়েছেন । তিনি সমস্ত গুণ আমাদের মধ্যে দিয়েই এই পৃথিবীতে পাঠান।কিন্তু আমাদের মত মানুষ সেই গুণগুলোকে বুঝতে পারি না এবং কিছু করতে পারি না।
প্রত্যেকটা প্রাণী বিশেষ বিশেষ কিছু গুণ নিয়ে পৃথিবীতে জন্মায় । যেমন : .....
উদাহরণ -৪ :
@ একটি বাবুই পাখি - তাকে তো আর ইঞ্জিনিয়ারিং শেখানো হয় না , সে কি করে অত সুন্দর বাসা তৈরি করে !
@ একটি বিড়ালকে কি আপনি ট্রেনিং দেন গাছে ওঠার জন্য !
@ একটি বককে কি আপনি ট্রেনিং দেন সে কিভাবে মাছ ধরবে !
@ একটি বাজপাখিকে কি আপনি ট্রেনিং দেন কিভাবে উড়ন্ত অবস্থায় একটি শিকার ধরতে হবে।
এরা সবাই ঠিক আমাদের মতনই জন্মগ্রহণ করে।
✓পঞ্চম গুণ # আমাদের মধ্যে বিশেষ কোনো না কোনো একটা গুণ আছে।
কিন্তু মুশকিল কি জানেন, আমরা সব থেকে বেশি বুদ্ধিমান নিজেদের ভেবে ফেলেছি।
আর বর্তমানে চারিদিকে এত ডাটা, (তথ্য) সেগুলো আমাদের মাথার মাঝে সব মিলে গিয়ে তালগোল পাকিয়ে দিচ্ছে।
উদাহরণ-৫ :
Google search engine এ আপনি সমস্ত তথ্য পাবেন, কিন্তু তার মধ্যে যেমন ঠিক তথ্য আছে, আবার ভুলও আছে ।
এবার সমস্যাটা হল কোনটা ঠিক কোনটা ভুল ?
বর্তমানে আমাদের এক্সপোজার এত বেশি যে, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউশন তৈরি হচ্ছে।
উদাহরণ-৬ :
যেমন আপনি যদি সর্দি জ্বর নিয়ে কোথাও আলোচনা করেন, দেখবেন একাধিক মানুষ আপনাকে একাধিক উপদেশ দিচ্ছে। এর মধ্যে আপনি নিজে কোনটা পালন করবেন বুঝতে পারবেন না। তার জন্যে তো একজন ডক্টর আছেন তাই না ?
কারণ আমরা জ্ঞান দিতে খুব ভাল পারি, কিন্তু নিজে সেই জ্ঞানটা পালন করি না।
উদাহরণ -৭ :
বেশিরভাগ গাড়ির পেছনে লেখা থাকে- ট্রাফিক আইন মেনে চলুন, অথচ যার গাড়ি সেই আইন মেনে চলে না।
উদাহরণ-৮ :
save drive save life আমাদের মুখ্যমন্ত্রীর ফটো দিয়ে যে প্রচার চলছে মানুষের ভালোর জন্য, যাতে আপনি ভালো করে গাড়ি চালান, যাতে আপনি হেলমেট পড়ে গাড়ি চালান। কিন্তু যে পুলিশ এই ব্যানারটা লাগায় সেই পুলিশ তার বাইকের সামনে (POLICE) লেখাটা বড় বড় করে লেখে, কিন্তু তিনি নিজের মাথায় হেলমেটটা লাগায় না।
✓ষষ্ট গুণ # অর্থাৎ এর থেকে বোঝা গেলো, বেপরোয়া হওয়ার গুণটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের জীবনের বাজি লাগিয়ে যে কোন কাজ করতে পারি।
তাহলে আমরা আমাদের গুণগুলোকে আলাদা করি।
✓প্রথম গুণ # নতুন কিছু চিন্তা করা এবং সেটা করা । এই গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকে আছে।
✓দ্বিতীয় গুণ # ফেলিওর হয়ে সাকসেস হওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জন্মগত আছে।
✓তৃতীয় গুণ # নতুন কোনো চ্যালেঞ্জকে নেওয়ার গুণটাও আপনার আছে।
✓চতুর্থ গুণ # কিভাবে অন্যের সঙ্গে মিশে যেতে হয় সেই গুণটাও আমাদের মধ্যে আছে।
✓পঞ্চম গুণ # আমাদের মধ্যে বিশেষ কোনো না কোনো একটা গুণ আছে।
✓ষষ্ট গুণ # বেপরোয়া হওয়ার গুনটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের জীবনের বাজি লাগিয়ে যে কোন কাজ করতে পারি।
এবার বলুন আপনার মধ্যে কতগুলো গুণ আছে। শুধু দরকার Action and Emotion ।
আপনার মধ্যে আত্মবিশ্বাসও আছে। শুধু নেই নিজের সাথে সময় দেওয়ার অবকাশ, নিজেকে চেনার সময়।
*হয়ত একজন মানুষের অভাব। যিনি আপনার পাশে থাকবেন, আপনাকে সঠিক পথ অনুসরণে সাহায্য করবেন ।
(*পরের লেখার বিষয়)
সতর্কতা
কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে অন্য কারোর গুণের মর্যাদা নেই এবং তারা সবসময় সমালোচনা করে এবং অন্যজনের ভুল কি কি এবং তার জায়গায় সে কি করতে পারতো এই নিয়ে ভাবে এবং কথা বলে। এদের কাছে শুধু নেগেটিভ বিষয়টাই ফুটে ওঠে ,ঘটনার মধ্যে পজিটিভ কি কি আছে, এটা বিন্দুমাত্র দেখতে পারে না। এদের থেকে দূরে থাকুন, এদের সঙ্গে তর্ক করে অহেতুক নিজের এনার্জি নষ্ট করবেন না, কারণ আপনি তর্কে পারবেন না , কারণ সেটাই হচ্ছে এই ধরনের মানুষ গুলোর সব থেকে বড় গুণ, এই গুণটা তাদের মধ্যে প্রচন্ড ভাবে অসন্তোষের জন্ম দেয়। এরা নিজেরা বিচলিত হয় এবং অন্য লোককে বিচলিত করে তোলে।
এরা রবীন্দ্রনাথ, আইনস্টাইন , সুভাষচন্দ্র বসু, এবং এপিজি আব্দুল কালামের মত মানুষ গুলোরও ভুল ধরতে পটু।
এগুলো লিখে কিন্তু আমি বিন্দুমাত্র আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি না। কারণ এগুলো লিখলে আমি নিজে মোটিভেটেড হই।
আমি নিজে কিছু ভাবার অবকাশ পাই, যেটাতে আমি আনন্দ পাই ।
পবন দাস ( মনোবিদ । পরামর্শদাতা )
৭৯৮০৮৫৭৪৫১
| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
"লেখাটা বেশ বড় তবে আমার মনে হয়, পড়ার পরে সাধারণ বিষয়গুলোকে দেখার দৃষ্টিভঙ্গি আপনার পাল্টে যাবে।"
"উদাহরণগুলো ভাল করে ধীরে ধীরে পড়বেন, তবেই পরের লাইনের অর্থ বুঝতে পারবেন ।"
আমরা হামেসাই এই কথাটা বলি -- আজকে আমার দিনটা সব থেকে ভালো কাটলো। অর্থাৎ আজকের দিনে নিশ্চয়ই আপনি এমন কিছু Achieve করেছেন, যেটা আপনি Expect করতেন না। অথবা যেটা আপনি Expect করছিলেন সেটা আপনি পেয়েছেন।
কিন্তু আপনি কখনও ভেবেছেন, এই ঘটনা আমাদের খুব একটা আনন্দ দেয় না।
উদাহরণ ১ :
আমাদের সঙ্গে যেমন হয়, আমরা প্রথম জীবনে যখন একটা ভাল কাজ পাই, ঠিক পরের মুহূর্তেই এক সপ্তাহ বাদে আমাদের আনন্দটা ঠিক সেরকম থাকে না।
আমরা আবার একটা Achievement এর দিকে এগিয়ে যাই, অর্থাৎ আমাদের অভিলাষগুলো পূর্ণ হয় না।
অর্থাৎ নতুন চিন্তা আসে আমাদের মাথায় এবং আমরা সেটা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাই।
✓প্রথম গুণ # নতুন কিছু চিন্তা করা এবং সেটিকে বাস্তবে পরিবর্তন করার চেষ্টা করা। এই গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকে আছে।
ভালো করে ভেবে দেখুন, আমরা জীবনে অনেকেই অনেকবার ফেলিওর হয়েছি, তার জন্য মন খারাপ লাগে । কিন্তু আবার একটা নতুন আশা তৈরি হয় , আবার আমরা লেগে পড়ি একটা নতুন কিছু করার জন্য।
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
উদাহরণ ২ :
ভেবে দেখুন, ছোটবেলায় যখন আপনাকে কোনো বন্ধু খেলায় নিত না, আপনি ঠিক নতুন বন্ধু খুঁজে নিয়ে আবার খেলতে শুরু করতেন।
✓দ্বিতীয় গুণ # তার মানে হলো, ফেলিওর হয়েও সাকসেস পাওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জন্মগত আছে।
✓তৃতীয় গুণ # নতুন কোনো চ্যালেঞ্জকে নেওয়ার গুণটাও আপনার আছে।
✓চতুর্থ গুণ # কিভাবে অন্যের সঙ্গে মিশে যেতে হয়, সেই গুণটাও আপনার মধ্যে আছে। Adjustment একেই বলে।
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
উদাহরণ-৩ :
যাদের বাড়ি নেই, তাদের সব থেকে বড় ইচ্ছা থাকে আমার নিজের একটা বাড়ি বানাবো এবং তারা বানায় ।
অর্থাৎ emotion and action যেখানে থাকবে, সেই কাজটা ঠিক করে ফেলবে ।
এই গুণগুলো নতুন কিছু নয়, আমাদের জন্মাবার পর থেকেই সেগুলো থাকে। যে Engineer আমাদের বানিয়েছেন, তিনি নিপুণভাবে আমাদের বানিয়েছেন । তিনি সমস্ত গুণ আমাদের মধ্যে দিয়েই এই পৃথিবীতে পাঠান।কিন্তু আমাদের মত মানুষ সেই গুণগুলোকে বুঝতে পারি না এবং কিছু করতে পারি না।
প্রত্যেকটা প্রাণী বিশেষ বিশেষ কিছু গুণ নিয়ে পৃথিবীতে জন্মায় । যেমন : .....
উদাহরণ -৪ :
@ একটি বাবুই পাখি - তাকে তো আর ইঞ্জিনিয়ারিং শেখানো হয় না , সে কি করে অত সুন্দর বাসা তৈরি করে !
@ একটি বিড়ালকে কি আপনি ট্রেনিং দেন গাছে ওঠার জন্য !
@ একটি বককে কি আপনি ট্রেনিং দেন সে কিভাবে মাছ ধরবে !
@ একটি বাজপাখিকে কি আপনি ট্রেনিং দেন কিভাবে উড়ন্ত অবস্থায় একটি শিকার ধরতে হবে।
এরা সবাই ঠিক আমাদের মতনই জন্মগ্রহণ করে।
✓পঞ্চম গুণ # আমাদের মধ্যে বিশেষ কোনো না কোনো একটা গুণ আছে।
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
কিন্তু মুশকিল কি জানেন, আমরা সব থেকে বেশি বুদ্ধিমান নিজেদের ভেবে ফেলেছি।
আর বর্তমানে চারিদিকে এত ডাটা, (তথ্য) সেগুলো আমাদের মাথার মাঝে সব মিলে গিয়ে তালগোল পাকিয়ে দিচ্ছে।
উদাহরণ-৫ :
Google search engine এ আপনি সমস্ত তথ্য পাবেন, কিন্তু তার মধ্যে যেমন ঠিক তথ্য আছে, আবার ভুলও আছে ।
এবার সমস্যাটা হল কোনটা ঠিক কোনটা ভুল ?
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
বর্তমানে আমাদের এক্সপোজার এত বেশি যে, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউশন তৈরি হচ্ছে।
উদাহরণ-৬ :
যেমন আপনি যদি সর্দি জ্বর নিয়ে কোথাও আলোচনা করেন, দেখবেন একাধিক মানুষ আপনাকে একাধিক উপদেশ দিচ্ছে। এর মধ্যে আপনি নিজে কোনটা পালন করবেন বুঝতে পারবেন না। তার জন্যে তো একজন ডক্টর আছেন তাই না ?
কারণ আমরা জ্ঞান দিতে খুব ভাল পারি, কিন্তু নিজে সেই জ্ঞানটা পালন করি না।
উদাহরণ -৭ :
বেশিরভাগ গাড়ির পেছনে লেখা থাকে- ট্রাফিক আইন মেনে চলুন, অথচ যার গাড়ি সেই আইন মেনে চলে না।
উদাহরণ-৮ :
save drive save life আমাদের মুখ্যমন্ত্রীর ফটো দিয়ে যে প্রচার চলছে মানুষের ভালোর জন্য, যাতে আপনি ভালো করে গাড়ি চালান, যাতে আপনি হেলমেট পড়ে গাড়ি চালান। কিন্তু যে পুলিশ এই ব্যানারটা লাগায় সেই পুলিশ তার বাইকের সামনে (POLICE) লেখাটা বড় বড় করে লেখে, কিন্তু তিনি নিজের মাথায় হেলমেটটা লাগায় না।
✓ষষ্ট গুণ # অর্থাৎ এর থেকে বোঝা গেলো, বেপরোয়া হওয়ার গুণটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের জীবনের বাজি লাগিয়ে যে কোন কাজ করতে পারি।
তাহলে আমরা আমাদের গুণগুলোকে আলাদা করি।
✓প্রথম গুণ # নতুন কিছু চিন্তা করা এবং সেটা করা । এই গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকে আছে।
✓দ্বিতীয় গুণ # ফেলিওর হয়ে সাকসেস হওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জন্মগত আছে।
✓তৃতীয় গুণ # নতুন কোনো চ্যালেঞ্জকে নেওয়ার গুণটাও আপনার আছে।
✓চতুর্থ গুণ # কিভাবে অন্যের সঙ্গে মিশে যেতে হয় সেই গুণটাও আমাদের মধ্যে আছে।
✓পঞ্চম গুণ # আমাদের মধ্যে বিশেষ কোনো না কোনো একটা গুণ আছে।
✓ষষ্ট গুণ # বেপরোয়া হওয়ার গুনটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের জীবনের বাজি লাগিয়ে যে কোন কাজ করতে পারি।
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
এবার বলুন আপনার মধ্যে কতগুলো গুণ আছে। শুধু দরকার Action and Emotion ।
আপনার মধ্যে আত্মবিশ্বাসও আছে। শুধু নেই নিজের সাথে সময় দেওয়ার অবকাশ, নিজেকে চেনার সময়।
*হয়ত একজন মানুষের অভাব। যিনি আপনার পাশে থাকবেন, আপনাকে সঠিক পথ অনুসরণে সাহায্য করবেন ।
(*পরের লেখার বিষয়)
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
সতর্কতা
কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে অন্য কারোর গুণের মর্যাদা নেই এবং তারা সবসময় সমালোচনা করে এবং অন্যজনের ভুল কি কি এবং তার জায়গায় সে কি করতে পারতো এই নিয়ে ভাবে এবং কথা বলে। এদের কাছে শুধু নেগেটিভ বিষয়টাই ফুটে ওঠে ,ঘটনার মধ্যে পজিটিভ কি কি আছে, এটা বিন্দুমাত্র দেখতে পারে না। এদের থেকে দূরে থাকুন, এদের সঙ্গে তর্ক করে অহেতুক নিজের এনার্জি নষ্ট করবেন না, কারণ আপনি তর্কে পারবেন না , কারণ সেটাই হচ্ছে এই ধরনের মানুষ গুলোর সব থেকে বড় গুণ, এই গুণটা তাদের মধ্যে প্রচন্ড ভাবে অসন্তোষের জন্ম দেয়। এরা নিজেরা বিচলিত হয় এবং অন্য লোককে বিচলিত করে তোলে।
এরা রবীন্দ্রনাথ, আইনস্টাইন , সুভাষচন্দ্র বসু, এবং এপিজি আব্দুল কালামের মত মানুষ গুলোরও ভুল ধরতে পটু।
এগুলো লিখে কিন্তু আমি বিন্দুমাত্র আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি না। কারণ এগুলো লিখলে আমি নিজে মোটিভেটেড হই।
আমি নিজে কিছু ভাবার অবকাশ পাই, যেটাতে আমি আনন্দ পাই ।
পবন দাস ( মনোবিদ । পরামর্শদাতা )
৭৯৮০৮৫৭৪৫১
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
Motivational Speech Insight Psychological Counseling Care Naihati |
Insight Psychological Counseling Care Naihati |
যদি লেখাটি মনেহয় কিছু শেখার মতো তথ্য আছে, অথবা ভালো লেগে থাকে, তাহলে Share করুন, আমার লেখা পড়তে হলে Page er ওপরে ডান দিকে Follow button এ ক্লিক করুন যাতে পরের পোস্ট টি আপনার কাছে নিজে থেকে পৌঁছে যেতে পারে।
পাশের ছবিটি দেখুন।
Click Here For Follow
পাশের ছবিটি দেখুন।
Click Here For Follow
No comments:
Post a Comment