Tuesday, April 28, 2020

মানসিক রোগের লক্ষণগুলো কি কি ? | Symptoms of Different Psychological Problem | Psychological Problem | Life With Positive Thinking

মানসিক রোগের লক্ষণগুলো কি কি ? | Symptoms of Different Psychological Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem

কিভাবে মানসিক রোগ সনাক্ত করবেন ? ( সংক্ষেপে)


মানসিক রোগ হলো মস্তিষ্কের একধরনের রোগ৷ এখানে আমি সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এগুলি থাকলেই মানসিক রোগ সেটা নয়, এর অনেক গুলি পর্যায় আছে, তার ওপর বিচার করতে হয় এটি মানসিক রোগ কিনা।
তবে এটা ঠিক, মানসিক রোগ খুব কষ্টদায়ক, এই রোগের রুগীর বেশির ভাগই নিজেদের সুস্থ্ ভাবে।
এ ধরনের অসুস্থতায় মানুষের আচার আচরণ, কথা-বার্তা, চিন্তা-ভাবনা অস্বাভাবিক হয়ে যায়৷ 
মানসিক রোগ দু ধরনের হতে পারে :-
১) মৃদু ধরনের মানসিক রোগ।
২) তীব্র ধরনের মানসিক রোগ।
Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem
মৃদু ধরনের মানসিক রোগের ক্ষেত্রে জীবনের স্বাভাবিক অনুভূতিগুলো (দুঃখবোধ, দুশ্চিন্তা ইত্যাদি) প্রকট আকার ধারণ করে৷ 
মানসিক রোগের ক্ষেত্রে যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো :-
✓ অহেতুক মানসিক অস্থিরতা।
✓ দুশ্চিন্তা-ভয়ভীতি, মাথাব্যথা, মাথাঘোরা, খিঁচুনি, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, 
✓ একই চিন্তা বা কাজ বারবার করা ( শুচিবাই ), 
✓ মানসিক অবসাদ,
✓ বিষন্নতা,
✓ অশান্তি,
✓ বিরক্তি,
✓ অসহায় বোধ, কাজে মন   না বসা, 
✓ স্মরণশক্তি কমে যাওয়া, 
✓ অনিদ্রা, ক্ষুধামান্দ্য,
✓ সন্দেহ করা,
✓ আত্মহত্যার করার প্রবণতা বেড়ে যায় ইত্যাদি৷
এছাড়া শিশুদের (বড়দেরও দেখা যায়) ADHD, ADD, LEARNING DISABILITY ( প্রচন্ড চঞ্চল, চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একজায়গায় স্থির থাকে না, রাগ, জেদ, পড়াশুনা ঠিক করে করতে সমস্যা, মনোযোগ কম, পড়াশুনা বুঝতে ( অঙ্ক ) পারে না, রিডিং পড়তে পারে না ভাল করে,  বানান ভুল, পশুদের মারা ইত্যাদি।)
তীব্র ধরনের মানসিক রোগের ক্ষেত্রে আচার আচরণ, কথাবার্তা স্পষ্টভাবে অস্বাভাবিক হয় । ফলে আশেপাশের মানুষরা এটা বুঝতে পারে৷ 
Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem
এ ক্ষেত্রে যে সকল লক্ষণগুলো দেখা যায় তা হলো :-
✓ অহেতুক মারামারি, ভাঙচুর করা, গভীর রাতে বাড়ির বাইরে চলে যাওয়া।
✓ আবোল-তাবোল বলা।
✓ সন্দেহ প্রবণতা।
✓ একা একা হাসা ও কথা বলা।
✓ নিজেকে বড় মনে করা।
✓ বেশি বেশি খরচ করা।
✓ স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পাওয়া। 
✓ ঠিকমতো ঘুম না হওয়া।
✓ খাওয়া-দাওয়া ঠিকমতো না করা ।
✓ নিজেকে নিজের আঘাত করার প্রবণতা বৃদ্ধি পায়।
Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem

Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem

Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem

Note
কিছু মানসিক রোগের নাম নিচে দেওয়া হলো (এগুলি একটু জটিল প্রকৃতির) - ১. সিজোফ্রেনিয়া ২. মৃগী রোগ ৩. হিসটেরিয়া ৪. বিষন্নতা  ৫. মাদকাসক্তি ।
১. সিজোফ্রেনিয়া : সিজোফ্রেনিয়া একটি মারাত্মক মস্তিকের রোগ
পবন দাস
মনোবিদ 


Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem


Symptoms of Mental Problem | Psychological Problem
Symptoms of Mental Problem | Psychological Problem


Symptoms of Mental Problem | Psychological Problem
Insight Psychological Counseling Care Naihati
Life With Positive Thinking | Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking



যদি লেখাটি মনেহয় কিছু শেখার মতো তথ্য আছে, অথবা ভালো লেগে থাকে, তাহলে Share করুন, আমার লেখা পড়তে হলে Page er ওপরে  ডান দিকে Follow button এ ক্লিক করুন যাতে পরের পোস্ট টি আপনার কাছে নিজে থেকে পৌঁছে যেতে পারে।
পাশের ছবিটি দেখুন।
Click Here For Follow

No comments:

Post a Comment