Friday, June 29, 2018

What is Good Parenting ।।প্যারেন্টিং বলতে আমরা কি বুঝি || আমাদের কোন কোন বিষয় গুলো মাথায় রাখার প্রয়োজন

What is Good Parenting ।। আমাদের কোন কোন বিষয় গুলো মাথায় রাখার প্রয়োজন নিজের শিশুর ভবিষ্যতের জন্যে। Maa O Babar Daitto


Parenting Tips
Parenting Tips 


Good Parenting , প্যারেন্টিং বলতে আমরা কি বুঝি  আমরা এইটুকু বুঝি কি আমাদের সন্তানকে ভালো করে মানুষ করতে হবে সন্তানের সব স্বপ্ন গুলোকে পূরণ করতে হবে, তারা যা চায় সেগুলো দিতে হবে, তাদের ইচ্ছাগুলো পূরণ করতে হবে 


What is Good Parenting ।। আমাদের কোন কোন বিষয় গুলো মাথায় রাখার প্রয়োজন নিজের শিশুর ভবিষ্যতের জন্যে। Maa O Babar Daitto

প্যারেন্টিং এর অর্থ হলো আমাদের সন্তানকে কত ভালো আমরা শিক্ষা দিতে পারছি যে শিক্ষাটা ভবিষ্যতে তাকে এই সমাজের বেঁচে থাকতে সাহায্য করবে এবং সঠিকভাবে তারা বিচার করতে পারবে which is good and which is Bad, এবং তার Good Behavior যাতে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে সে খুশি থাকতে পারে। 

আমরা আমাদের সন্তানকে কত ভালো পড়াশোনা করাতে পারছি এটি কিন্তু গুড প্যারেন্টিং নয় ।
আমাদের সন্তান যখন বুঝতে পারবে শিক্ষা কেন একটি গুরুত্বপূর্ণ বিষয় জীবন, জীবিকা এবং ভবিষ্যতের জন্যে। এই শিক্ষা আমাকে অর্জন করতে হবে, যখন সে নিজে থেকেই বুঝবে, তখন সেটি Good Parenting.


Parenting Tips
Parenting Tips 


শিশু কে  বড় করে তোলা সত্যিই একটা কঠিন কার্য, কারণ একটি শিশুর প্রথম ১১ বছর তার সারা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়, এই সময় শিশুর ভীত গঠনের সময়। 
আপনি বলতে পারেন তারপর কি জীবনের জন্যে গুরুত্বপূর্ণ নয়, নিশ্চই গুরুত্বপূর্ণ তবে আমার মতে ১১ বছরের মধ্যে একটি শিশুর মানসিক গঠন সারা জীবনের জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ। 
আপনার শিশু দেখে শেখে এটা  মনে রাখবেন আপনার পরিবার তার মস্তিস্ক গঠনের জন্যে সবথেকে বড়  মাধ্যম। ধরে নিতে পারেন আপনার পরিবার শিশুর মস্তিষ্কের কারখানা। আপনার প্রত্যেক পদক্ষেপ সে লক্ষ রাখে।

যে কথাগুলো আপনারা আপনাদের সন্তানকে একদম বলবেন না ও বলবেন না। 

What is Good Parenting ।। আমাদের কোন কোন বিষয় গুলো মাথায় রাখার প্রয়োজন নিজের শিশুর ভবিষ্যতের জন্যে। Maa O Babar Daitto

#  অন্য কোন বাচ্চার সঙ্গে আপনার বাচ্চাকে কখনো তুলনা করবেন না। 
#  ''না'' সংক্রান্ত অক্ষরগুলো তার সামনে বলবেন না। 
# সে পারবে না ,করছে না, সে করবে না, অর্থাৎ না সংক্রান্ত কথাগুলো যতটা না বলা যায় ততই ভালো। 
# সন্তানের সামনে মিথ্যা কথা বলবেন না এবং তাকে কোন রকম মিথ্যা আশ্বাস কখন দেবেন না। 
# হাসবেন্ড ওয়াইফ এর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে তার সামনে করবেন না তার অনুপস্থিতিতে করবেন। 
# আপনার সন্তান কে কারো সামনে ছোট করবেন না। 
# পাওয়া ও না পাওয়ার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা  বোঝান। 
# আপনার সন্তানের সামনে জামা কাপড় পরিবর্তন করবেন না। 
# যেটা সে চায় সঙ্গে সঙ্গে দেবেন না।তার প্রয়জোনীয়তা আগে বলতে বলবেন।  
# সন্তানের পড়ার  সময় টিভি দেখবেন না। 
# আপনার সন্তানের সামনেই বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না। 
# ধর্ম নিয়ে কোন বিদ্বেষমূলক কথা আপনার সন্তানের সামনে বলবেন না। 
# রাগ এবং অধৈর্য এই বিষয়গুলো যে বাবা-মার মধ্যে আছে সেটা সন্তানকে কখনো বুঝতে দেবেন না। 
#সন্তানের গায়ে একদম হাত তুলবেন না। 
# আপনার সন্তান যদি কোন ভালো কাজ করে সেটা সবার সামনে তার প্রশংসা করবেন। 
# ভুল কোন জিনিসকে একদম প্রশ্রয় দেবেন না। 

আপনি ভাবতে পারেন এতো বিষয় আপনাকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। আমি এখানে অল্প বিষয় আলোচনা করলাম, আপনার সন্তান কে বড় করার জন্যে আপনাকে কিছু ত্যাগ করতেই হবে। 
নিচের লিংকে গিয়ে আপনি অন্য বিষয় গুলি জানতে পারেন।
প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।  

বিস্তারিত জানতে inside ভালো থাকা ব্লগ
এবং Facebook page follow করুন


No comments:

Post a Comment