Monday, October 28, 2019

Problem of Pregnancy || গর্ভাবস্থায় মা ,মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব || Depression, Anxiety, Stress or any other Mental illness during pregnancy effect the baby

গর্ভাবস্থায় মা ,মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব ||  Depression, Anxiety, Stress or any other Mental illness during pregnancy effect the baby- '' Problem of Pregnancy"
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব




Problem of Pregnancy, গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy, গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব



গর্ভবতী মা যদি মানসিক অবসাদ,চাপ, উদ্বেগ বা কোনো মানসিক সমস্যায় ভোগে তাহলে শিশুর ওপর প্রভাব পড়ে



গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য শিশুর উপর তার প্রভাব( Depression, Anxiety, Stress or any other Mental illness during pregnancy effect the baby - '' Problem of Pregnancy" )

আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল গর্ভবতী মায়েদের মানসিক অবস্থা কেন এটা গুরুত্বপূর্ণ ? তার কারণ হলো গর্ভবতী মা যদি মানসিক অবসাদ,চাপ, উদ্বেগ বা কোনো মানসিক সমস্যায় ভোগে তাহলে শিশুর ওপর প্রভাব পড়ে (Depression, Anxiety, Stress or any other Mental illness during pregnancy effect the baby.- '' Problem of Pregnancy" )


আপনাদের মনে আছে হয়তো আগেকার দিনে গর্ভবতী হওয়ার পরে পরিবারের লোকজন বলতেন হাসিখুশি থাকতে আনন্দে থাকতে তার কারণ অবশ্যই আছে
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা ,মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব


অনেক সময় দেখা যায় গর্ভবতী অবস্থায় যদি কেউ খুব মানসিক দুশ্চিন্তা অথবা মানসিক ভাবে অসুস্থ থাকেন তাহলে তার সন্তান সঠিক মানসিক বিকাশ পায় না


মনে রাখতে হবে এই সময় মায়েদের হরমোনের কাজ বাড়া কামা করে হরমোনের কাজের পরিবর্তন প্রচন্ড পরিমানে হয় এই সময় বিভিন্ন ধরনের মানসিক অসুবিধা হতে থাকে কিন্তু এটি সাময়িক মা একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সন্তান প্রসব করে
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Oestrogen and Progesterone এই দুটি প্রধান হরমোনের কাজ আগের থেকে বেড়ে যায় এবং হরমোন তার কাজের ধরন পরিবর্তন করে




Thyroid stimulating hormone নিঃসরণের মাত্রা বেড়ে যায় যার ফলে পেলভিক, লোয়ার ব্যাক হালকা যন্ত্রণা / ব্যথা অনুভব হয়


এই সময় মায়ের মেজাজের পরিবর্তন হয় ( Mood Swing ) , সকালের দিকে অসুস্থ বোধ করে, বমি বমি ভাব অনুভব করে



রিলাক্সিন হরমোনের জন্য এই সময় muscles, Joints and  Ligament গুলো নরম হয় শিশুর বেড়ে ওঠার জন্য, যার ফলে মায়ের চলাফেরা তে ব্যালেন্স রাখতে একটু সমস্যা হয়


অনেক ক্ষেত্রেই এই সময় মা (uncomfortable and frustrating ) অস্বচ্ছন্দ হতাশা অনুভব করে


Prolactin Hormone মায়ের দুধ তৈরি করে

ইত্যাদি ইত্যাদি
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
মনে রাখতে হবে আমাদের শরীরের হরমোন গুলি শিশুর বিকাশের এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য যেটা যেটা প্রয়োজন সেটা সেটা করতে থাকে এবং মায়ের শরীরের গঠনের পরিবর্তন করে



[Oxytocin ,Melatonin, Serotonin, Dopamine, Nor epinephrine, Epinephrine, Thyroid Stimulating Hormone,relaxing hormone, Prolactin Hormone etc]


তাই এই সময় মা যদি মানসিক ভাবে অসুস্থ থাকে তাহলে এই হরমোন গুলি ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না যার প্রভাব সন্তানের উপর পরে আমাদের ব্রেনে এক মিনিটে প্রায় এক লক্ষের কাছাকাছি কেমিক্যাল রিঅ্যাকশন হয় বিষয়টি খুব আশ্চর্য এবং জটিল
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব

বাস্তবে কেস স্টাডি নেওয়ার সময় আমি দেখেছি, বেশ অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুর বিকাশ মায়ের বিভিন্ন মানসিক অবস্থার উপর নির্ভর করছে অর্থাৎ পেটে থাকা অবস্থায় মায়ের উপর কি ধরনের মানসিক প্রভাব ছিল তার ওপরে শিশুর বিকাশ অনেকখানি নির্ভর করে। Problem of Pregnancy

এই সময় পুরো পরিবারকে গর্ভবতী মহিলার পাশে থাকার দরকার এবং দেখার দরকার যে তিনি সবসময় যেন খুশি থাকেন আনন্দে থাকে যেন কোন রকম মানসিক অসুবিধা তার না হয় কারণ আগেও আমি বলেছি যে গর্ভবতী মা যদি মানসিক অবসাদ,চাপ, উদ্বেগ বা কোনো মানসিক সমস্যায় ভোগে তাহলে শিশুর ওপর প্রভাব পড়ে (Depression, Anxiety, Stress or any other Mental illness during pregnancy effect the baby- '' Problem of Pregnancy" )
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব


কি ধরনের মানসিক অবস্থা গর্ভবতী মহিলার দেখতে পাওয়া যায়। Problem of Pregnancy


এখনো পর্যন্ত আমাদের পুরুষশাসিত সমাজে গর্ভবস্থায় মা মনে করে তার ছেলে হবে না মেয়ে হবে


যদি আগের সন্তান কোন কারণে নষ্ট হয়ে যায় তাহলে নবজাতক সন্তানের ব্যাপারে মা ভীত হয়ে যায়


সন্তান সুস্থ হবে না অসুস্থ হবে, মৃত হবে না জীবিত হবে সেই নিয়ে অতিরিক্ত চিন্তিত উদ্বিগ্ন থাকে


প্রসবের সময় কতটা যন্ত্রণা করবে সেই নিয়ে একটা চিন্তা হয়

কর্মরত মায়েদের ক্ষেত্রে যে ধরনের চলাফেরা আগে করতে পারতেন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ফলে মা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। Problem of Pregnancy
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব

ক্ষুদ্র পরিবারে মা একাকীত্ব অনুভব করে, তার ফলে বিভিন্ন অবাস্তব চিন্তা তার মাথায় আসতে থাকে


ঠিকঠাক ভাবে কাজ না করতে পারার জন্য পারিবারিক ভাবে গর্ভবতী মাকে বিভিন্ন রকম কথা শুনতে হয় এর ফলে গর্ভবতী মায়ের মানসিক অবস্থার পরিবর্তন হয়


সন্তান প্রসবের সময় কোন জটিলতা হবে কিনা সেই নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে


অনেক সময় দেখা যায় নবজাতক শিশুর কথা ভেবে মা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার বাতিক গড়ে ওঠে
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব


এই সময় রাগ দুঃখ অভিমান মন খারাপ এই ধরনের ইমোশন ( changes of emotion ) গুলির প্রাধান্য বিস্তার করে। Problem of Pregnancy


বিভিন্ন ধরনের চিন্তার ফলে Anxiety অথবা Depression বেশিরভাগ গর্ভবতী মহিলার মধ্যে দেখা যায়


অনেক ক্ষেত্রে গর্ভবতী মা নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে চিন্তিত হয়ে পড়ে


পারিবারিক দ্বন্দ্ব বিবাহ বিচ্ছেদ গর্ভবতী মাকে মানসিক ভাবে প্রভাব ফেলে
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব
Problem of Pregnancy ,গর্ভাবস্থায় মা মানসিক সমস্যা শিশুর ওপর প্রভাব


আবার অনেক ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা গর্ভবতী মাকে চিন্তিত উদ্বিগ্ন করে তোলে


গর্ভবতী মা যদি কোন রকম নেশা করে তার থেকে নবজাতক শিশুর উপর প্রভাব আসতে পারে

বিভিন্ন মানসিক চিন্তা , উদ্বিগ্নতা ভয়ের কারণে গর্ভবতী মায়ের ঘুম এবং খাবারের পরিবর্তন ঘটে , যার ফলে নবজাতক শিশুর বিকাশে মারাত্মক প্রভাব পড়েProblem of Pregnancy

পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল এবং প্রোটিনের ঘাটতির জন্য মা নবজাতক শিশুর ওপর প্রভাব পড়ে

শিশু জন্ম দেওয়ার আগে মা যদি দেখে কোনো কারণে যোনি পথ থেকে রক্ত বেরহচ্ছে, তথাপি খুবই মানসিক চাপে পরে যায় মা শুধুই মনে করে শিশুর একটা বড় কোন ক্ষতি হলো কিনা

গর্ভবতী মা যদি Stress, Depression, Anxiety থাকে তাহলে নবজাত শিশুর ওজন কম হতে পারে

এর থেকেও বড় সমস্যা হল যদি কোন রকম মানসিক রোগ গর্ভবতী অবস্থায় মায়ের দেখা যায় তাহলে অনেক ক্ষেত্রেই মানসিক রোগের ওষুধ চিকিৎসা দিতে চাননা কারণ সে ক্ষেত্রে মানসিক রোগের ওষুধ বিভিন্নভাবে মায়ের উপর প্রভাব ফেলেProblem of Pregnancy

মনে রাখবেন গর্ভবতী মা যদি মানসিক অবসাদ,চাপ, উদ্বেগ বা কোনো মানসিক সমস্যায় ভোগে তাহলে শিশুর ওপর প্রভাব পড়ে (Depression, Anxiety, Stress or any other Mental illness during pregnancy effect the baby - '' Problem of Pregnancy" )

Paban Das



গর্ভবস্থায় মানসিক রোগ, গর্ভবতী মায়ের মানসিক রোগ, শিশুর ওপর মানসিক প্রভাব, শিশুর মানসিক রোগ, শিশুর মানসিক রোগের কারন, মানসিক রোগের কারন, মানসিক রোগ, মানসিক রোগ শিশু ও মা, মানসিক রোগ মা ও শিশু
গর্ভবতী মায়ের ডিপ্রেশন, গর্ভবতী মায়ের অ্যাংজাইটি, গর্ভবতী মায়ের ভয়,
মানসিক রোগের চিকিৎসা, মানসিক রোগের নিবারণ
মহিলাদের মানসিক রোগ, পুরুষের মানসিক রোগ, শিশুদের মানসিক রোগ, মানসিক রোগ শিশু ও মায়ের উপর প্রভাব
গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য ও শিশুর উপর তার প্রভাব

Life with positive thinking, Insight Psychological counselling care Naihati , Insightbhalothaka, Insight Bhalo Thaka, Naihati, Paban Das, Counselling, Counsellor, in bengali, bangla, bangla language



No comments:

Post a Comment