Sunday, April 26, 2020

Life With Positive Thinking | Thought


Life With Positive Thinking | Thought । বাংলা


Life With Positive Thinking / Thought
Life With Positive Thinking / Thought



Life With Positive Thinking / Thought
Life With Positive Thinking / Thought
'' Life with positive thinking '' that is possible ? I think no.
Life with positive thinking কথাটা শুনতে নিশ্চয়ই ভালো লাগে কিন্তু কথাটা বড় কঠিন এবং অবাস্তব। আপনি ভাবতে পারেন যে আমি এত নেগেটিভ কথা বলছি কেন ?



প্রতিদিন আমাদের 60000 চিন্তা আসে মাথাতে। আর তার মধ্যে 70% Negative Thinking এবং এটি একটি সুস্থ মস্তিষ্ক করে থাকে। এবার বলুন positive thinking স্বাভাবিক মস্তিষ্ক কি করতে পারে সব সময়?
না, সব সময় Positive Thinking করা সম্ভব নয়। তবে আমাদের Negetive Thinking যদি না আসে , তাহলে আমাদের Positive Thinking কি করে আসবে।

Life With Positive Thinking / Thought
Life With Positive Thinking / Thought
পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই Negetive Thinking আসবে , Negetive Thinking আসে বলে আমরা অনেক বেশি Deffensive হতে পারি।
কিন্তু একটা ঘটনা আমরা কিভাবে দেখছি তার ওপরে নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা।
অর্থাৎ একটি মানুষের চিন্তা ভাবনার উপর নির্ভর করে, ঘটনাটা
Negetive or Positive ।

Life With Positive Thinking / Thought
Life With Positive Thinking / Thought
আমরা অনেক সময় মানুষকে বলতে শুনি, তার জীবনের কঠিন পরিস্থিতির কথা গুলো, তারা খুব দুঃখ করে বলেন, যে কত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা অতীতকে কাটিয়েছে এবং তার জন্যে কি কি হারিয়েছেন, কি কি করতে পারেননি,পরিস্থিতি কি কি তাকে করতে দেয়নি, যদি তিনি সুযোগ পেতেন তাহলে অনেক কিছু করতে পারতেন। সেই ব্যাক্তি জীবনের অতীতের নেগেটিভ বিষয়গুলোকে ফ্রেমবন্দি করে রাখেন।
Life With Positive Thinking / Thought
Life With Positive Thinking / Thought
অন্যদিকে, একজন ব্যাক্তি নিজের অতীতের পরিস্থিতিকে পজিটিভ হিসেবে দেখে। যেমন, অতীত তাকে লড়াই করতে শিখিয়েছে, অনেক অভিজ্ঞতা দিয়েছে,তিনি পরিস্থিতি মোকাবিলা করতে জানেন, এবং অতীতের বাজে পরিস্থিতির জন্য তিনি দুঃখ করে না। তিনি ধন্যবাদ জানায় এই পরিস্থিতিকে, যে পরিস্থিতি তাকে লড়তে শিখিয়েছে।

এটাকে আমরা বলতে পারি life with positive thinking, এই ধরনের মানুষগুলো ঘটনাকে পর্যবেক্ষণ করে, অতীতের যে শিক্ষা গুলো তিনি পেয়েছেন, সে গুলোকে জীবনে কাজে লাগাবার জন্য চিন্তা করে।

আপনি কি এমন কাউকে জানেন, যিনি জীবনে পরিশ্রম করেনি কিন্তু জীবনে Success পেয়েছেন ?

না, এটা সম্ভব নয়। এটা আপনিও জানেন।
আপনি লিখতে পারেন আমাকে, আপনার জীবনের কোন বাজে পরিস্থিতি, যেটা আপনাকে ভালো শিক্ষা দিয়েছে, এবং আপনি অনেক কিছু শিখেছেন। যেটাকে আপনি বলতে পারেন - life with positive thinking
পবন দাস - মনোবিদ


No comments:

Post a Comment