Friday, May 8, 2020

Goal Setting For Student Bengali Version | Goal Setting For Future | How to Set Goal For Future


Goal Setting For Student Bengali Version | Goal Setting For Future | How to Set Goal For Future
Goal Setting For Student Bengali Version | Goal Setting For Future | How to Set Goal For Future


আমাদের সকলের একটি আরও ভাল এবং আরও চিত্তাকর্ষক ভবিষ্যতের স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি পূরণ করতে আমাদের প্রথমে নিখুঁত লক্ষ্য নির্ধারণ করতে হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের আরও উন্নত পরিকল্পনা করা দরকার।
আমার লেখাটা আশাকরি আপনাদের Goal Setting করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে।
একটি শিশু, একটি ছাত্র, একটি যুবকের সবথেকে বৃহৎ পূর্ণ লক্ষ্য হলো এটাই।




আমাদের সকলের জন্যে লক্ষ্য স্থির করাটা খুব প্রয়োজন। ভালো ভবিষ্যতের স্বপ্ন সবাই দেখে কিন্তু লক্ষ্য স্থির করতে পারে খুব কম সংখ্যক ছাত্র। Goal Setting For Student সবথেকে গুরুত্বপূর্ণ তার নিজের ভবিষ্যতের জন্য।
আমি মনে করি ঈশ্বর কোন নির্দিষ্ট একটি গুণ কাউকে প্রদান করে না, উনি আমাদের একাধিক গুণ প্রদান করেন, তাই কখনো হতাশাগ্রস্থ হওয়ার কোন অবকাশ নেই, কারণ আমাদের সামনে সব সময় একাধিক দরজা খোলা থাকে। তার মধ্যে, সবথেকে ভালো দরজাটা আমরা নির্বাচন করে থাকি।
একটি ছাত্রের লক্ষ্য ঠিক করে দিতে অনেক সময় বাব - মা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, বাবা - মা নিজেদের লক্ষ্য সন্তানদের ওপর চাপিয়ে দেয়।
যেটা একটা সম্পূর্ণ ভুল পদক্ষেপ।

একটি ছাত্রের লক্ষ্য স্থির করতে বাবা - মার ভূমিকা সবথেকে বড়। তবে তাই বলে নিজেদের ইচ্ছা ও লক্ষ্যকে সন্তানের ওপর চাপিয়ে দেওয়া একদম ঠিক নয়।



বাবা ও মার কি করার দরকার :: Goal setting for Student


1) ছোট থেকে আপনি , আপনার সন্তানকে বিভিন্ন পেশার বাস্তব অভিজ্ঞতা ও সেটিসফেকশন গুলোর মুখ মুখী করুন।
2) প্রতিটা শিশু বিশেষ গুন নিয়ে জন্মায় তার বিশেষ গুনটিকে চেনার চেষ্টা করুন।
3) যদি না পারেন একজন মনোবিদের পরামর্শ নিন।
4) ছোট থেকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার দিকে নজর দিন। আউটডোর গেমস শিশুদের কনফিডেন্স বাড়ায়।
5) জীবনের যে কোন কাজই মন দিয়ে করা দরকার কথাটা বারবার বলুন ও বাস্তব অভিজ্ঞতা শেয়ার করুন।
6) যে সকল বিষয় গুলো তার ভালো লাগে সেগুলোর প্রাকটিকালক্লাস এর ব্যাবস্থা করুন।
7) 13 - 14 বছর বয়সে তার লক্ষ্য স্থির করার জন্যে তাকে সাহায্য করুন।
a) যে বিষয় গুলো সে সবথেকে ভালো পারে।
b) তার আগ্রহ বেশি ।
c) এবং যে বিষয় তার কনফিডেন্ট সবথেকে বেশি।
এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে যত ধরনের পেশা আছে সেগুলোর সম্পূর্ণ তথ্য দিন। ভালো হয় যদি তাকে সামনা সামনি দেখানো যায়।
এবার ধীরে ধীরে তাকে স্থির করতে দিন তার লক্ষ । লক্ষ্য স্থির করার পার একটা কাগজে বড় করে লিখে বাড়িতে লাগিয়ে দিন।






✓ একটি যুবক, কি করে লক্ষ্য স্থির করবে :: :: Goal setting for Student

যদি 18+- বছর বয়স হয়।
1) যে বিষয় নিয়ে তুমি পড়াশুনা করছো তার ওপর ভিত্তি করে 2 টি বিষয় স্থির কারো।
a) কোন কোন বিষয় নিয়ে তোমার ভবিষ্যতে পড়াশুনা করার স্কোপ আছে।
b) কোন কোন প্রফেশন এ তুমি যোগ দিতে পারো।
একাধিক নির্বাচন হতে পারে।
এই দুটি বিষয় একটি বড় কাগজে লিখে ঘরে লাগিয়ে দিন।
2) এবার ওপরের বিষয় গুলোর সম্মন্ধে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন।
3 ) এবার লিখে ফেলুন কোন কোন বিষয় আপনি সবথেকে ভালো, অর্থাৎ কোন সাবজেক্ট আপনি সবথেকে স্ট্রং, সেটা লিখে ফেলুন
4) ছোট থেকে আপনার পরীক্ষার রেজাল্ট গুলোকে একবার ভালো করে দেখুন, আপনি কোন কোন বিষয় সবথেকে বেশি নম্বর পেয়েছেন।
6) এবার কোন কোন পেশাতে আপনি নিযুক্ত হতে পারেন স্থির করুন। একাধিক পেশা হতে পারে।
7) নির্ধারিত পেশাতে যাওয়ার জন্যে আপনাকে কি নিয়ে পড়াশুনা করতে হবে,সেই তথ্য গুলো সংগ্রহ করুন।
8) পেশার নিযুক্ত মানুষের কাছে বাস্তব অভিজ্ঞতা শুনুন।
9) যদি মনে করি 10 টি পেশা আপনি নির্ধারণ করেছেন, এবং তার জন্যে আপনি 30 দিন সময় নিন। আপনার পেশা গুলোর একটি লিস্ট করে ফেলুন, প্রত্যেক 3 দিন অন্তর একটি করে পেশা বাতিল করুন। শেষ 3 টি পেশার মধ্যে থেকে একটি পেশা স্থির করুন।
10) কিন্তু তার জন্যে যে ধরনের পড়াশুনার প্রয়োজন সেটা আপনি করতে পারবেন কিনা,সেই বিষয়টিকে গুরুত্ব দিন।






আলোচনার সবথেকে গুরুত্তপূর্ণ অংশ:: :: Goal setting for Student

প্রায় সকল কার্য স্থানে বর্তমানে কমপিটিশান আগের থেকে অনেক বেড়ে গেছে। সুতরাং, আপনাকে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করার জন্যে,দুটি বিষয় প্রাধান্য দিতে হবে, যখন আপনি, আপনার ভবিষ্যতের লক্ষ্য চয়ন করবেন 1) Skill 2) Knowledge। যে বিষয় আপনার স্কিল এবং নলেজ সবথেকে বেশি, সেই বিষয়টি আপনার তালিকার প্রথমে রাখতে হবে।
আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়,আমরা অন্যজনকে দেখে নিজের পেশা নির্ধারণ করি, আমরা নিজের গুন গুলোকে ভাল করে পর্যবেক্ষণ করিনা।
আমার বাবা যে পেশায় ছিলেন সেই পেশায় যোগদান করার জন্য যদি আমাকে উৎসাহিত করত তাহলে হয়তো আমি মনোবিদ হতে পারতাম না। বাবা-মার উচিত সন্তানের গুণগুলোকে পর্যবেক্ষণ করা, কোন কিছু চাপিয়ে না দেয়া, আপনার বর্তমান প্রফেশনকে ছোট না করা, সমস্ত প্রফেশনে আনন্দ আছে যদি সেই আনন্দ অনুভব করতে পারেন তবে সেই প্রফেশনে আপনি উন্নতি করবেন।


সন্তানকে কখনো কঠোর এবং কঠিন ভবিষ্যতের স্বপ্ন দেখাবেন না, এর ফলে আপনার সন্তান লক্ষ্য স্থির করতে পারবে না।




যুবকদের উচিৎ, যারা কর্মরত তারা যেন নিজের জ্ঞান অর্জন করার ইচ্ছাটা বন্ধ না করে। পড়াশোনা যতদিন চালিয়ে যেতে পারবে, ততদিন তোমার নতুন জানার পথ খোলা থাকবে।
আমার মতে প্রতিটি যুবকের উচিৎ একজন মনোবিদের কাছে সাহায্য নেওয়া।
একজন মনোবিদ আপনাকে সব থেকে ভালো লক্ষ্য স্থির করার জন্য সাহায্য করতে পারেন।
অন্য কাউকে অনুকরন করে নিজের লক্ষ্য স্থির করা একদম ঠিক নয়, প্রতিটি যুবকের উচিত নিজের গুণগুলোকে অনুধাবন করা।
আর এই গুণগুলো অনুধাবন করার সঠিক সময় শুরু হয় 14 বছর থেকে।


Strength :: Weakness :: threats :: Overcome Plan :: Possibility
নিচের ছবিটি ভালো করে দেখুন

Goal Setting For Student Bengali Version | Goal Setting For Future | How to Set Goal For Future
Goal Setting For Student Bengali Version | Goal Setting For Future | How to Set Goal For Future
এই পাঁচটি বিষয় কি একটি সাদা কাগজে লিখে ফেলা। প্রত্যেকটি বিষয়ে কমপক্ষে 10 টি পয়েন্ট লিখতেই হবে।
আপনি যদি লিখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভবিষ্যতে কী করা দরকার।
তবে আপনার সাকসেস নির্ভর করছে আপনার ওপর, কারণ আপনি নিজের সময় কিভাবে কাটাবেন তার প্ল্যানিং যদি না করতে পারেন, তাহলে লক্ষ্যে পৌঁছানো প্রায় অসম্ভব।
লিখিতভাবে একটি প্ল্যান থাকার দরকার, তুমি কিভাবে লক্ষ্যে পৌঁছানোর জন্য কার্য করবে, সেখানে নির্দিষ্ট সময় নির্ধারণ করা অনিবার্য।




'' Goal setting for Student '' ছাত্রজীবনে উপযুক্ত সময় ভবিষ্যতকে নির্ধারণ করার, যদি তুমি Perfect Goal Settings করতে পারো এবং তার Planning করতে পারো ও সেই সাথে সেটাকে অনুসরণ করতে পারো,তবে তোমার জীবনে লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবেনা। সেটা একটা ব্যবসাও হতে পারে।


এই আলোচনা যথেষ্ট নয় আমি জানি, যদি মনে হয় বিশেষ কোন জিনিস জানার আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন।


If you want to read my writing then Click FOLLOW BUTTON in the top right. Any new writing will reach you first.

Telegram app - Type - Insight Counseling Care

https://t.me/insightCounsellingCare

No comments:

Post a Comment