আমরা সফল হলে গর্ব করি বিফল হলে অন্যকে দোষ দিয়ে কেন । মনোবিজ্ঞান
মানুষের মধ্যে একটা প্রবণতা সব সময় কাজ করে: সে যখন কোনো কাজে সাফল্য পায়,
তখন এর পেছনে নিজের ‘অন্তর্নিহিত’ শক্তির কথা বলে গর্ব করে।
আবার যখন ব্যর্থ হয়, তখন অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। একইভাবে মানুষ যখন অন্যের ব্যর্থতা মূল্যায়ন করে, তখন ব্যর্থ ব্যক্তির ওপরই ওই কাজের দায়ভার চাপায়। বলে, তার নিজের দোষেই এমন হয়েছে।
উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যদি পরীক্ষায় কোনো বিষয়ে খারাপ নম্বর পাই, তখন শিক্ষককে দোষারোপ করি। আর যদি একজন সহপাঠির ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তবে বলি, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করেনি। মনোবিজ্ঞানীরা এই প্রবণতাকে বলেন ‘অ্যাক্টর-অবজার্ভার বায়াস’ বা ‘অ্যাক্টর-অবজার্ভার অ্যাসিমেট্রি’। অর্থাৎ, আমরা যখন কোনো ঘটনা নিজেরা ঘটাচ্ছি, তখন তার সাফল্য-ব্যর্থতায় এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকে। আর যখন অন্য কারো সাফল্য-ব্যর্থতার হিসাব করছি, তখন অন্য ধরনের দৃষ্টিভঙ্গি থাকে। এটা হচ্ছে নিজের প্রতি পক্ষপাতিত্ব। এই বিষয়টি প্রথমে আলোচনা করেন মনোবিজ্ঞানী ফ্রিৎজ হেইডার্স ।
যদি লেখাটি মনেহয় কিছু শেখার মতো তথ্য আছে, অথবা ভালো লেগে থাকে, তাহলে Share করুন, আমার লেখা পড়তে হলে Page er ওপরে ডান দিকে Follow button এ ক্লিক করুন যাতে পরের পোস্ট টি আপনার কাছে নিজে থেকে পৌঁছে যেতে পারে।
পাশের ছবিটি দেখুন।
পাশের ছবিটি দেখুন।
আমি
পবন দাস
মনোবিদ
নৈহাটি
8902163630
পবন দাস
মনোবিদ
নৈহাটি
8902163630
No comments:
Post a Comment