Motivational Story in Bengali | Story of a Doctor
যারা নিজেকে খুব চালাক ভাবে ও মিথ্যা কথা বলে, এবং যে সকল বাবা #শিশুকে #মিথ্যা #বলতে শেখায় এটি তাদের জন্যে -
|
Motivational Story Bengali | Life With Positive Thinking |
একটি ছেলে ( Mr. X ) সে ছোট থেকে দেখে ও অনুভব করে একটু চালাকি ও একটু গুছিয়ে মিথ্যা কথা যদি বলা যায় জীবনে অনেক সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়। এটার অনুভব তার বাবার থেকে হতে থাকে। জীবন কাটে, অনুভব বাড়ে, বাবার বয়স বাড়ে। বাবার অনুকরন করা ছোট শিশুটি আজ বড় হয়ে গেছে।নিজের চালাকি ও মিথ্যা কথার ওপর ভর করে সে একটি নামি কোম্পানিতে চাকরি পেল।
|
Motivational Story Bengali | Life With Positive Thinking |
কিন্তু তার যোগ্যতা ফাঁকা ঢোলের মতো , শব্দ তাতে বেশি।তার কাজের পরিবেশকে অনুকূল করার জন্যে সে আরো চালাকি ও মিথ্যা বলতে থাকে।তার পদোন্নতি হলো। হঠাৎ তার অনুভূতি হলো একটি পার্টিতে গিয়ে একজন '' ডক্টর " যার সাথে সবাই কথা বলতে চাইছেন কিন্তু তার এতো ফোন আসছে যে তিনি কথাই বলতে পারছেন না।মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছেন সন্তান দের প্রণাম করতে বলছেন , পাশে গিয়ে বলছেন এই মানুষের মতো মানুষ হবে।
ছেলেটি ( Mr. X ) অন্য এক সহকর্মীকে জিজ্ঞাসা করলেন ইনি কোথাকার ডক্টর , সহকর্মী জানালেন আমাদের অফিসের এবং এই ডক্টর ( Mr. X ) এর অধীনস্থ , সদ্যোজাত পদোন্নতি হওয়ার জন্য ( Mr. X ) এর সাথে দেখা হইনি।
( Mr. X ) যেচে দেখা করলেন কিন্তু (Mr. X) এর সাথে উনি কথা বলার সময় বিশেষ কিছু দিতে পারলেন না। ( Mr. X) এর রাগ হল, পরের দিন উনি ডক্টর বাবুকে অন্য ডিপার্টমেন্টে বদলি করে দিলেন।
বর্তমানে উনি বেশ একটু চিন্তাতেই আছেন। ওনার কর্মচারীরা ওনার পেছনে বলাবলি করতে শুরু করেছেন স্যার কিছুই জানেন না তেল দিয়ে এই পজিশনে এসেছেন।
|
Motivational Story Bengali | Life With Positive Thinking |
নিজের দাম বারবার জন্যে নিজেকে ব্যাস্ত রাখার কৌশল ভাবতে থাকলেন। সেই সময় একটি আফিসের কর্মচারী তার সাথে দেখা করার জন্যে এলেন। ( Mr. X ) নিজের দাম দেখানোর জন্যে ফোনটা তুলে কথা বলতে লাগলেন এবং কমপিউটার টা খুলে ফোন বললেন আমি মেল পাঠাচ্ছি আপনি দেখুন এবং আমাকে এক্ষনি উত্তর দিন। আবার বললেন আপনি মেল পেয়েছেন তো ? মেল পেয়েছেন এমন আশ্বাস কথার সাথে ও অতি ব্যাস্ততার সাথে ফোনটা রাখলেন।বেশ গম্ভীর হয়ে বললেন।বলুন কি কাজ আপনার বিশেষ সময় নেই।ছেলেটি মিচকে হেসে বললো স্যার আমি ফোন লাইন ও নেট লাইন ঠিক করতে এসেছি কাল বিকাল থেকে নেই।
বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন ছেলে কেমন আছে। স্ত্রী জানলেন ডাক্তার বাবু বলেছেন আজ একবার চেকআপ এর জন্যে যেতে। ছেলে সুস্থ, ওর আপেন্ডিস অপারেশন হয়েছে , খুব সিরিয়াস হয়েছিল। স্ত্রী জানলেন ডাক্তার বাবু যদি না থাকতো তাহলে আমরা ছেলেটাকে হয়ত ফিরে পেতাম না। এর সাথে ডক্টরবাবুর দেখা হয়নি কারন তিনি তখন কাজের জন্যে বাইরে গিয়ে ছিলেন।চেম্বারে ঢুকে দরজা খুলতেই দেখলেন ডক্টর বোস ( Mr. X ) এর অফিসের সেই ডাক্তার। উনি কাজ ছেড়ে দিয়েছেন।
|
Motivational Story Bengali | Life With Positive Thinking |
ডাক্তারবাবু হেঁসে বললেন ( Mr. X ) আপনার চিন্তা নেই ছেলে একদম ফিট ওর সব টেস্ট রিপোর্ট খুব ভালো।এর Moral of The Story কি হবে আপনাকে লিখতে পারেন।
পবন দাস
মনোবিদ
|
Motivational Story Bengali | Life With Positive Thinking |
|
Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of A Doctor |
#Life_with_Positive_Thinking
#InsightPsychologicalcounselingcare
#Counsellingcare
#Naihati
#Conseling
Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |Motivational Story Bengali | Life With Positive Thinking | Story of a Doctor |
Galpo ta khub valo
ReplyDelete