Wednesday, April 15, 2020

Brain function | জানা অজানা তথ্য মস্তিষ্কের | Brain & Body | Life With Positive Thinking


আমরা আজকে আলোচনা করবো মস্তিষ্কের বেশ কিছু জানা অজানা তথ্য। We will discuss today some of the brain's most known - unknown information. English and Bengali version  
Brain Function | Brain | Brain Work | Brain Information
Brain Function | Brain | Brain Work | Brain Information


1) আমাদের মস্তিষ্কে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যদি অক্সিজেন না যায় তাহলে আমাদের Brain নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
2) আমাদের শরীরের মাত্র 2% হয় Brain কিন্তু আমাদের পুরো শরীরের 20 থেকে 25 শতাংশ অক্সিজেন এবং রক্ত প্রয়োজন হয় মস্তিষ্কের।
3) 40 বছর পর্যন্ত আমাদের Brain বিকাশ হয়।
4) আমাদের Brain 60% কেবলমাত্র চর্বি দিয়ে গঠিত।
5) যে সকল শিশু পাঁচ বছর বয়সের আগে দুটো ভাষা শিখে যায় তাদের Brain গঠন খানিকটা বদলে যায়।
6) আমরা অনেক সময় বলে থাকি আমাদের Brain কেবল মাত্র 10 শতাংশ কাজ করে যেটা সম্পুর্ণ ভুল। আমাদের Brain সম্পূর্ণ কাজ করে এবং বিভিন্ন কাজ বিভিন্ন অংশ কাজ করে অথবা প্রয়োজনে সম্পূর্ণ কাজ করে।
7) 90 মিনিট ধরে যদি প্রচন্ড ঘাম হয় এবং তাতে যদি আপনি ভিজে যান তাহলে হয়তো আপনি মনোরোগী তে পরিণত হতে পারেন।

8) ছোটবেলার বেশকিছু বছরের স্মৃতি আমাদের মনে থাকে না কারণ এই সময় আমাদের হিপোক্যাম্পাস তৈরি হয় না। কোন কিছু মনে রাখার জন্য হিপোক্যাম্পাস আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ।
9) ছোট শিশুরা অনেকক্ষণ ধরে ঘুমোতে পারে তার কারণ তাদের Brain শরীরের 50% গ্লুকোজ ব্যবহার করে।
10) একদিনে আমাদের 60 হাজার চিন্তা আসে। কিন্তু তার মধ্যে 70%  নেগেটিভ চিন্তা।
11) আমাদের মনে রাখার ক্ষমতা অপরিসীম কখনো এটা আপনার মোবাইলের মত বলবে না memory full হয়ে গেছে।
12) পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে মানুষের Brain সবথেকে বড়। আমাদের শরীরের 2% আমাদের মস্তিষ্ক।
13) চকলেটের গন্ধ আমাদের মস্তিষ্ককে খুব ভালো আরাম অনুভব করতে সাহায্য করে।
14) যে পরিবারে বেশি ঝগড়াঝাটি হয় এবং মারপিট হয়, সেই বাড়ি শিশুর ওপরে মারাত্মক প্রভাব পড়ে। যেরকম যুদ্ধক্ষেত্রে একটি সৈনিকের উপরে পড়ে।
15) টিভি দেখলে Brain বিকাশ ভালো হয় না। বই পড়লে, গল্প শুনলে মস্তিষ্কের বিকাশ অনেক বেশি হয় এবং ভালো হয়।
16) মোবাইল অথবা কম্পিউটারে ভিডিও মাধ্যমে পড়ার থেকে বই পড়লে শিশুদের Brain বিকাশে অনেক বেশি হয়, কারণ Brain কল্পনা করার সুযোগ পায়।

17) যদি আপনি মনে করেন আপনি খুব ভালো ঘুমান এবং আপনার খুব ভালো ঘুম হয় তাহলে সত্যিই আপনি ভালো ঘুমাবেন। কারণ Brain আমাদের দেয়া অর্ডার ফলো করবে।
18) আমাদের মস্তিষ্ক কোন রকম যন্ত্রণা অনুভব করে না।
19) আমাদের Brain থেকে যদি আমার amygdala কেটে ফেলা যায় তাহলে আমারা দুঃখ, আনন্দ , ভয়, রাগ কিছুই অনুভব করতে পারব না।
20) জল আমাদের মস্তিষ্কের একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ উপাদান। তাই নিয়মিত বেশি পরিমাণে জল খাওয়াটা আমাদের মস্তিষ্ক বিকাশে তে অনেকখানি সাহায্য করে। এক গ্লাস জল আমাদের মস্তিষ্কে 14% কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।



We will discuss today some of the brain's most known - unknown information.
  1) If we don't have oxygen for 5 to 10 seconds in our brain then our brain is likely to be damaged.
  2) Only 2% of our body is the Brain, but 20 to 25 percent of our whole body needs oxygen and blood needs the brain.
  3) Our brain develops for 40 years.
  4) 60% of our brain is made up of only fat.
  5) Children who learn two languages ​​before the age of five change their brain structure slightly.
  6) We often say that only 10 percent of our brain works, which is a total mistake.  Our brains are fully functioning and different parts work differently or work full when needed.
  7) If you have severe sweating for 90 minutes and you get soaked in it you may become psychotic.

  8) We don't remember many years of childhood because our hippocampus is not created at this time.  The hippocampus is an important part of us to remember.
  9) The reason that young children can sleep for a long time is because their brain consumes 50% of glucose in the body.
  10) One day we get 60 thousand thoughts.  But 70% of those are negative thoughts.
  11) Our limitless ability to remember will never say it like your mobile memory is full.
  12) The human brain is bigger than all the creatures on earth.  2% of our body is our brain.
  13) The smell of chocolate helps our brain to feel better.
  14) In a family where there is a lot of conflict and violence, the home can have a serious impact on the baby.  Like a soldier on a battlefield.
  15) Watching TV does not improve brain development.  By reading books, listening to stories, the brain develops and becomes better.

  16) Reading books from reading through video on mobile or computer increases the development of children's brains, as the brain gets the chance to imagine.
  17) If you think you sleep well and you have a good sleep then you really sleep well.  Because the brain will follow the order we give.
  18) Our brain does not feel any pain at all.
  19) If my amygdala is cut off from our brain, then we will not feel sadness, joy, fear, anger.
  20) Water is a very important component of our brain.  So consuming too much water regularly helps our brain to develop a lot.  One glass of water increases our brain performance by 14%.
















No comments:

Post a Comment