Friday, March 29, 2019

ভয় দেখিয়ে অথবা জোর করে আপনার সন্তানকে পড়াবেন না | Fear and Education

ভয় দেখিয়ে অথবা জোর করে আপনার সন্তানকে পড়াবেন না।
Insight Psychological Counseling Care Naihati Halisahar Bhatpara Shyamnagar chuchura hooghly chakdah ranaghat
Insight Psychological Counseling Care Naihati



আমরা মা বাবারা সন্তানের ভবিষ্যত সুনিশ্চিত করার জন্যে নিজেরা এতটাই কনফিউজড থাকি যে আমাদের কাছে সুগঠিত পরিকল্পনা থাকে না।
আমরা অহেতুক পড়াশুনা নিয়ে এতটাই চিন্তিত হয়ে যাই আমরা ভুলেই যাই আমার শিশুটির বয়স ৬ বছর
 নয় সে ৭ বছর
 নয়ত ১০ বছর
 আমরা কখন কখন ৩ - ৪ বছরের শিশুকে পড়াশুনার দাপট থেকে মুক্তি দিই না।

শিশুকে ভয় দেখিয়ে পড়াশুনা করানো একটা মস্ত বড় ভুল।
সে কোনদিন পড়াশুনা কে ভালোবাসতে পারবে না।
আমার বাবা মা ও পরিবারের সকল সদস্য মিলে বলি শুধুমাত্র পড় পড় পড় ।
কিন্তু আমরা এইটুকু বুঝি কি আমরা যে পড়াশোনা করি শুধুমাত্র জানার জন্য তাই জেনে কতটা আনন্দ লাগে অথবা জেনে কতটা আমাদের ভালো লাগে সেটা কিন্তু আমরা আমাদের শিশুকে বোঝাই না।

আমরা ভুলে যাই আমাদের শিশু বেলার সময়টা। আচ্ছা বলুন তো আপনি যখন শিশু ছিলেন তখন কি আপনার সত্যি পড়তে ভালো লাগতো ?
পড়াশোনা কে ভীতির বিষয় করে তোলাটা খুবি সহজ কিন্তু পড়াশোনা কে ভালো লাগানোর অথবা ভালোবাসাটা খুব খুব কষ্টকর এবং কঠিন। কিন্তু পড়াশোনা যদি একবার ভালো লাগতে শুরু করে এটা আপনার নেশাতে পরিণত হবে।

তাই আপনার প্রত্যেক পদক্ষেপেই মনে রাখতে হবে আপনার শিশুটি পড়া সম্পর্কে অনীহা তৈরি হচ্ছে না তো।

সত্যি যদি আপনি ভাবেন পড়াশোনা কোন ভয়ের বিষয় নয় , পড়াশোনা জানার বিষয় ভালো লাগার বিষয়।

যেদিন আপনি এটা মন থেকে মানতে পারবেন সেদিন আপনার শিশুকে আপনি মন থেকে পড়াশোনা ভালোবাসাতে পারবেন।
বর্তমানে পড়াশোনা যুদ্ধের থেকে খুব একটা কম নয়, পড়াশোনা কিন্তু যুদ্ধ নয়।

অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষক তার ছাত্রকে যেভাবে পড়াচ্ছেন হয়তো তার ছাত্র সেই ভাবে পড়া টি নিতে পারছে না।
এখানে শিশুটির ভুল একদমই নেই। ভুলটা আমাদের কারন আমরা আমাদের শিশুটিকে বুঝতেই পারিনি। তাই পড়ানোর আগে আপনার শিশুকে ভালো করে বুঝুন সে কিভাবে পড়া টিকে বুঝতে চাইছে।
মনে রাখবেন সকল শিশুর বোঝার ক্ষমতা সমান নয়। তাই বলে শিশুটির যোগ্যতা কম সেটা বলতে চাইছি না।

মনোবিদ
পবন দাস
7980857451
#ChildCounseling #PositiveParenting #PsychologicalCounseling
Insight Psychological Counseling Care Naihati Halisahar Bhatpara Shyamnagar chuchura hooghly chakdah ranaghat
Insight Psychological Counseling Care Naihati

Insight Psychological Counseling Care Naihati Halisahar Bhatpara Shyamnagar chuchura hooghly chakdah ranaghat
Insight Psychological Counseling Care Naihati

Insight Psychological Counseling Care Naihati Halisahar Bhatpara Shyamnagar chuchura hooghly chakdah ranaghat
Insight Psychological Counseling Care Naihati

Insight Psychological Counseling Care Naihati Halisahar Bhatpara Shyamnagar chuchura hooghly chakdah ranaghat
Insight Psychological Counseling Care Naihati

Insight Psychological Counseling Care Naihati Halisahar Bhatpara Shyamnagar chuchura hooghly chakdah ranaghat
Insight Psychological Counseling Care Naihati




  YOU CAN SHARE IT whatsapp में

No comments:

Post a Comment