Thursday, February 27, 2020

Washing Mania || OCD || Treatment || Counselling || Life With Positive Thinking

Washing Mania || OCD || Treatment || Counselling
Washing Mania, OCD, Treatment, Counselling, Psychologist
Washing Mania, OCD, Treatment, Counselling, Psychologist
মানসিক রোগের কিছু লক্ষণ ( Washing Mania ) OCD যেগুলো আমাদের পরিবারে দেখা যায়। যে সমস্যাগুলো চিকিৎসা করা অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন হয়ে উঠি না।

আলোচনাটা আমি খুব সাধারন এবং সহজ ভাবে করবো। যাতে সবার বুঝতে খুব সুবিধা হয়।


SYMPTOMS OF WASHING MANIA :

1) অতিরিক্ত জামাকাপড় ধোয়া / পরিষ্কার করা। যেটা সারা দিনের একটা প্রধান কাজ হয়ে দাড়ায়।
2) অতিরিক্ত জল ঘাটা। বারবার হাত ধোয়া। এনারা জল ছাড়া যেন সারা দিন কিছু চিন্তা করতে পারেন না।
3) দিনে বারবার / একাধিকবার স্নান করা।
4) তিনি শুধু মনে করেন কোন নোংরা জিনিস তার সাথে স্পর্শ হচ্ছে ,এবং তার জন্য বারবার জল দিয়ে পরিষ্কার করা দরকার।




5) কিছু মানুষ আছে যারা টাকা জল দিয়ে ধুয়ে ব্যবহার করে।
6) এই ধরনের মানুষ বাড়ির থেকে যদি 30 মিনিটের জন্যে বাইরে বেরোয় তাহলে সাথে সাথে বাড়ি গিয়ে হাত পা ধুয়ে স্নান করে ফেলেন। মনে করেন তিনি নোংরা হয়ে গেছেন।
7) একাধিকবার বাসনপত্র জল দিয়ে ধুতে থাকেন।
8) বাড়ির বিভিন্ন জিনিস বারবার জল দিয়ে মুছতে থাকেন।
9) স্নান করতে 1 ঘন্টা অথবা তার অধিক সময় লাগে।
10) শৌচকার্য ( পায়খানা ) করতে এনাদের 1 ঘণ্টারও বেশি সময় লাগে। তারা বাথরুমে গিয়ে বিভিন্ন জিনিস জল দিয়ে বারবার ধুতে থাকে।

You Can Read- Secrete of Happiness


11) শুধু ঠেকা ঠেকির বাতিক তাদের মাথায় ঢুকে যায় এবং কিছুতেই মাথা থেকে বেরোতে চায় না।
12) অনেকের মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে আমাদের রোগ হতে পারে এবং তার জন্য তারা বারবার জলে ধুয়ে প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে।
13) ট্রেনে বাসে উঠতে তাদের সমস্যা হয়। মনে হয় যেন তাদের শরীরে কোন জীবাণুযুক্ত অংশ স্পর্শ করবে, এই ভয়েতে তারা বাড়ি এসে চিন্তা করে এবং কাপড় জামা ধুয়ে ফেলে এবং সাথে সাথে স্নান করে নেন।
14) জীবাণুর আক্রমণ এবং জীবাণুর থেকে রোগ ছড়াবার এক ধরনের ভয় এদের মনে জন্মগ্রহণ করে।
15) এই ধরনের মানুষ যতক্ষণ না জলের ব্যবহার করবে ততক্ষণ তাদের স্যাটিসফেকশন হয়না।
16) কেউ কেউ মনে করেন আমি অচ্ছুত হয় যাচ্ছি।



  • ভালো করে ঘুম হয় না
  • শরীর ক্রমাগত দুর্বল হতে থাকে
  • হাতে পায়ে হাজা দেখা যায়, মাথার যন্ত্রনা দেখা যায়
  • ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, খিটখিটে হওয়ার প্রবণতা বেড়ে যায়।
  • বিরক্তভাব আগের থেকে অনেক বেশি বেড়ে যায়।
  • ছোট ছোট কথা নিয়ে চিল্লামিল্লি করে।
  • প্রয়োজনীয় কাজ ভুলে যায়।
  • বিভিন্ন ধরনের শারীরিক রোগের উৎপত্তি হয়।


এগুলোর চিকিৎসা করতে গিয়ে আমি দেখেছি 6 থেকে 8 মাস সময় লাগে।

চিকিৎসার ধাপ ।
1 ) কাউন্সেলিং ও থেরাপি
2 ) কাউন্সিলিং থেরাপি এবং এ্যালোপ্যাথিক চিকিৎসা।
3 ) কাউন্সিলিং ও থেরাপি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা।

আপনারা যে কোন একটি পদ্ধতির মধ্যে দিয়ে চিকিৎসা করতে পারেন।
অতিরিক্ত জানতে ফোন করতে পারেন।

Paban Das
মনোবিদ
89021 63630


Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder,Washing Mania, OCD , Obsessive Compulsive Disorder | Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking| Life With Positive Thinking

No comments:

Post a Comment